জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন গোলাম মোস্তফা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করলেন মোহাম্মদ গোলাম মোস্তফা। মঙ্গলবার (২রা ডিসেম্বর) বেলা ১:৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে তিনি পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব।
মোহাম্মদ গোলাম মোস্তফা ইতিপূর্বে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার পরিচিতি নাম্বার ১৮৮৫৩। এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা নতুন কর্মস্হল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভায় যোগদান করবেন।
উল্লেখ্য গত ২৬শে নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার উপ-সচিব আমিনুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেট বিভাগের নির্ধারিত উপজেলায় ১৪ জন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদায়ন করা হয়।





