মায়ের জন্য দেশে ফিরছেন তারেক রহমান: তাহিরপুরে আনিসুল হক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ–১ আসনে দলটির মনোনীত প্রার্থী আলহাজ আনিসুল হকের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দারুল উলুম ধুতমা জয়নগর লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ মাহফিলে প্রায় ৬০ জন হাফেজ ও স্থানীয় মুসল্লি অংশ নেন।
মাহফিলে বক্তব্য দেন আনিসুল হক। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ও প্রবাসে থাকা মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
আনিসুল হক বলেন, ‘মাকে দেখতে আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করছি।’ তিনি আরও জানান, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





