সিলেট বিভাগে একযোগে ৩৯ থানার ওসি বদল
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
সিলেটের চার জেলায় একযোগে ৩৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। এর আগে সম্প্রতি সিলেট বিভাগের চার জেলায় পুলিশ সুপারদের (এসপি) বদলি করা হয়। এবার লটারির মাধ্যমে নতুন ওসি নির্ধারণ করা হলো।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এর মধ্যেই সিলেট বিভাগের ৩৯ থানায় নতুন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৯ এবং মৌলভীবাজারে ৭টি থানা রয়েছে।
সিলেট জেলার নতুন ওসি
কোম্পানীগঞ্জ—মোহাম্মদ সফিকুল ইসলাম খান,গোয়াইনঘাট—মোহাম্মদ আব্দুল আহাদ,জকিগঞ্জ—মোহাম্মদ আব্দুর রাজ্জাক,বালাগঞ্জ—মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া,বিশ্বনাথ—গাজী মো. মাহবুবুর রহমান,গোলাপগঞ্জ—মো. আরিফুল ইসলাম,বিয়ানীবাজার—মো. ওমর ফারুক,ওসমানীনগর—মো. মুর্শেদুল হাসান ভূঁইয়া,জৈন্তাপুর—মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,কানাইঘাট—মো. আমিনুল ইসলাম,ফেঞ্চুগঞ্জ—আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
সুনামগঞ্জ জেলার নতুন ওসি
শাল্লা—মো. রকিবুজ্জামান,দোয়ারাবাজার—তরিকুল ইসলাম তালুকদার,সুনামগঞ্জ সদর—মো. রতন শেখ,দিরাই—এনামুল হক চৌধুরী,মধ্যনগর—একে এম শাহাবুদ্দিন শাহিন,জামালগঞ্জ—মো. বন্দে আলী,ছাতক—মোহাম্মদ মিজানুর রহমান,জগন্নাথপুর—মো. শফিকুল ইসলাম,ধর্মপাশা—মো. শহীদ উল্লাহ,শান্তিগঞ্জ—মো. ওলি উল্লাহ,বিশ্বম্ভরপুর—জাহিদুল ইসলাম,তাহিরপুর—মো. আমিনুল ইসলাম
হবিগঞ্জ জেলার নতুন ওসি
নবীগঞ্জ—মো. মুনায়েম মিয়া,শায়েস্তাগঞ্জ—মো. আবুল কালাম,হবিগঞ্জ সদর—মো. দেলোয়ার হোসেন,মাধবপুর—মো. মাহবুব মুর্শেদ খান,বাহুবল—মো. সাইফুল ইসলাম,চুনারুঘাট—শফিকুল ইসলাম,বানিয়াচং—শরিফ আহমেদ,আজমিরীগঞ্জ—আকবর হোসেন,লাখাই—মো. জাহিদুল হক।
মৌলভীবাজার জেলার নতুন ওসি
রাজনগর—মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া,বড়লেখা—মো. মনিরুজ্জামান খান,কুলাউড়া—মনিরুজ্জামান মোল্লা,মৌলভীবাজার সদর—মো. সাইফুল ইসলাম
শ্রীমঙ্গল—শেখ জহিরুল ইসলাম মুন্না,কমলগঞ্জ—মো. আব্দুল আওয়াল,জুড়ী—দিলীপ কান্তি নাথ।





