শ্রীমঙ্গলে লাল শাপলার সৌন্দর্য্যে পর্যটকরা বিমোহিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের হাইল হাওরে এখন লাল শাপলার রাজত্ব। ভোরের নরম আলোয় বিলজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য লাল শাপলা যেন জলাভূমিকে রক্তিম কমলে পরিণত করেছে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ভীড় জমাচ্ছেন মানুষ, কেউ প্রকৃতির এই অপূর্ব চিত্র দেখার জন্য, কেউ হৃদয়কে এক মুহূর্তের জন্য থামিয়ে রাখার জন্য।
শ্রীমঙ্গলের এই লাল শাপলা বিল এখন শুধু চোখের খোরাক নয়, মনে আনন্দের ছোঁয়া দেয়। সিলেটের কানাইঘাট থেকে আসা পর্যটক জুবায়ের আহমদ বলেন, “পুরো সিলেটই সুন্দর, কিন্তু শাপলা বিলে এসে যেন হৃদয়টা আনন্দে ভরে গেল।” কলেজছাত্রী দীপান্বিতা দাশগুপ্তা বলেন, “এতগুলো লাল শাপলা একসঙ্গে দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। যেন প্রকৃতি আমাদের স্বপ্নের ভুবন দেখাচ্ছে।”
শাপলার সঙ্গে পরিযায়ী পাখির কলতান, জলাভূমির নীরবতা এবং ভোরের হালকা কুয়াশা—সব মিলিয়ে এই দৃশ্য যেন মনকে শান্তি আর আনন্দে ভরিয়ে দেয়। স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরাও প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে জীবিকার নতুন পথ খুঁজে পেয়েছেন। নৌকার মাঝি তাহির মিয়া বলেন, “এখন শুধু নৌকা চালিয়ে ভালো আয় হচ্ছে, কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে এসে মন শান্ত হয়।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “লাল শাপলা এখন শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণ। পর্যটক ও স্থানীয়দের সুবিধার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
এই লাল শাপলার রাজ্য শুধু পর্যটনের নতুন ঠিকানা নয়, এটি মানুষের হৃদয়কেও আনন্দে ভরিয়ে দিচ্ছে, আর স্থানীয় অর্থনীতিতে দিচ্ছে নতুন প্রাণ। প্রকৃতির রঙিন কোলে হারিয়ে যেতে চায় যে কেউ—এ যেন সত্যিই স্বপ্নের এক দিগন্ত।





