নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদন:
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
নভেম্বর মাসে সিলেট বিভাগে মোট ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে দুর্ঘটনার সংখ্যা কম হলেও সিলেট জেলায় প্রাণহানি বেশি হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পথচারী, ৩ জন মোটরসাইকেল আরোহী ও ৪ জন সিএনজি বা লেগুনা চালক এবং আরোহী। এছাড়া দুর্ঘটনায় ৫ শিশু, ২ নারী ও ১৮ জন পুরুষ নিহত হয়েছেন।
জেলায় বিস্তারিতভাবে দেখা গেছে, সিলেট জেলায় ১৮টি দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন আহত; মৌলভীবাজারে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে, মুখোমুখি সংঘর্ষে, বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
তুলনামূলকভাবে দেখা গেছে, অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হয়।





