দক্ষিন সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন আহত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
সিলেটে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনা ঘটে বুধবার বিকেল ৪টার দিকে পুলিশ ক্যাম্পের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে আটক করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও, পুলিশি তৎপরতায় বিকেল ৫:৩০ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।





