আল হারামাইন হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
সিলেটের আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ১০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
ওসমানীনগর উপজেলার সাদিপুর ইব্রাহিমপুরের ৬৯ বছর বয়সী বেদার আহমেদকে ভুল ইনসুলিন ডোজ দেওয়ার কারণে মৃত্যুর অভিযোগ তোলেন তার মেয়ে ডা. নুরিয়া জাহান কেয়া। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ১০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে।”
এর আগে বেদার আহমেদের মৃত্যুর পর ডা. নুরিয়া হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র চেয়ে যোগাযোগ করেন। এছাড়া ফেসবুক লাইভ এবং সিলেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি তার বাবার মৃত্যুর পেছনের চিকিৎসাগত অবহেলার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।





