জৈন্তাপুরে সেনাবাহিনীর চেকপোস্টে ৬০ বোতল বিদেশি মদসহ আটক একজন
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পসংলগ্ন চেকপোস্টে ভারতীয় বিদেশি মদসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ২৭ বীর ইউনিটের একটি টহল দল এ অভিযান চালায়।
সেনাবাহিনী জানায়, গোয়াইনঘাট থেকে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা (নং: সিলেট-থ ১২-২২৩৮) চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যানটি থেকে Blenders Pride-এর ৩৬ বোতল, Signature-এর ১২ বোতল ও Royal Stag-এর ১২ বোতলসহ মোট ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা।
অটোরিকশাচালক মো. মানিক মিয়াকে ঘটনাস্থলেই আটক করা হয়। তিনি সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার বাসিন্দা।
সেনা সদস্যরা জানান, পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাত ৯টা ৫০ মিনিটের দিকে আটক ব্যক্তি, সিএনজি অটোরিকশা ও জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের উপপরিদর্শক উত্তম পালের কাছে হস্তান্তর করা হয়।





