জৈন্তাপুরে পিঠা মেলার উদ্বোধন
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। মেলায় বিভিন্ন স্টলে চিরায়ত বাংলার রকমারি পিঠা ও গৃহস্থালির হস্তশিল্প পন্য প্রদর্শন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও নারী উদ্যোক্তারা।





