বড়লেখায় প্রধান শিক্ষককে ছুরি দিয়ে হত্যার চেষ্টা, কিশোর আটক
বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. উছমান আলীকে (৫৮) ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে ১৭ বছর বয়সী মো. হায়দার আহমদকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বার্ষিক পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মোবাইল ফোন জব্দ করলে হায়দার ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। শিক্ষক আঘাত এড়াতে সক্ষম হন। পরে উপস্থিত অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা হায়দারকে আটক করেন।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনায় ছুরি জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।





