অস্থিরতার অবসান : সিলেটের আরও ৪ আসনে প্রার্থী পেল বিএনপি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ণদীর্ঘদিনের অপেক্ষা, নানা গুঞ্জন আর অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট অঞ্চলের আরও চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে স্বস্তি ফিরেছে মনোনয়নপ্রত্যাশী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে গু
লশান কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ চার আসনের প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আসনে ধানের শীষের হাল ধরেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা আর জনপ্রিয়তা এ ঘোষণার সঙ্গে নতুন করে আলোচিত হয়েছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে মনোনয়ন পেয়েছেন এ আসনের সাবেক সাংসদ, সাবেক অর্থমন্ত্রীর সন্তান ড. রেজা কিবরিয়া। দলের অভ্যন্তরে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে যে টানাপোড়েন ছিল, ঘোষণার পর তা প্রশমিত হয়েছে।
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে ধানের শীষের ভরসা রাখা হয়েছে অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক সাংসদ নাসির হোসেন চৌধুরীর ওপর। এলাকায় তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা দলীয় নেতাকর্মীরা নতুন করে স্মরণ করছেন। এ ছাড়া সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর–বিশ্বম্ভরপুর) আসনে প্রার্থী হয়েছেন মো. নুরুল ইসলাম। স্থানীয় পর্যায়ে তাঁর নাম আলোচনায় ছিল বহুদিন ধরে।
মনোনয়নে দোলাচলে থাকা নেতাকর্মীদের মধ্যে আজকের ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস। দলীয় সূত্র বলছে, নানা অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনার যে আবহ তৈরি হয়েছিল, তালিকা প্রকাশের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটেছে। মাঠপর্যায়ের নেতারা মনে করছেন, নাম ঘোষণার মধ্য দিয়ে এখন নতুন উদ্যমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।




