বিশ্বকাপের সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ণ
আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে শুক্রবার হয়ে গেল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্সের মতো দেশ জেনে গেল তাদের প্রতিপক্ষের নাম। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফ্রান্স একটু কঠিন গ্রুপে। গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ডের লড়াই। পর্তুগালেরও লড়াই তেমন কঠিন নয়।
২০২৬ সালে প্রথম বার ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্র সহজ হতে পারে, এমন অনুমান আগেই করা হয়েছিল। হলও তাই। ১২টি গ্রুপের কোনওটিকেই সেভাবে ‘গ্রুপ অফ ডেথ’ বলা যায় না। তিনটি শক্তিশালী দেশ রয়েছে, এমন গ্রুপ হয়নি।
এই অনুষ্ঠানের আগে থেকেই ওয়াশিংটনে তৈরি হয়েছিল আগ্রহ। বিশ্বকাপে খেলতে চলা দেশগুলোর সমর্থকেরা হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, আমেরিকার জাতীয় ফুটবল লিগ এবং বাস্কেটবল লিগের তারকারা এসেছিলেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি, আমেরিকার কোচ মৌরিসিয়ো পোচেত্তিনো-সহ বিভিন্ন দেশের কোচকে দেখা গিয়েছে।
তবে আগ্রহ ছিল একজনকে নিয়েই। তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার বন্ধুত্বের কথা অজানা নয়। শোনা যাচ্ছিল, এ বার থেকে ফিফা যে শান্তি পুরস্কার চালু করেছে, তার প্রথম প্রাপক ট্রাম্পই। সেটাই হয়েছে। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফার পুরস্কার পেয়ে গেলেন ট্রাম্প। একটি ভিডিও তিনি কী ভাবে ভারত-পাকিস্তান, কম্বোডিয়া-তাইল্যান্ড, মিশর-ইথিয়োপিয়া যুদ্ধ থামিয়ে গোটা বিশ্বে শান্তি এনে দিয়েছেন, তা দেখানো হয়। ট্রাম্পের গলায় সোনার পদক পরিয়ে দেন ইনফান্তিনো। বিশ্বকাপের বাকি দুই আয়োজক দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ছিলেন।
ইনফান্তিনো জানান, বিশ্বজুড়ে থাকা ফুটবলপ্রেমী মানুষের তরফে এই পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেওয়া হল। যদিও ট্রাম্পের জন্যই যে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে এবং তিনিই যে প্রথম প্রাপক তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, আমার জীবনের অন্যতম সেরা সম্মান এটা। তবে পুরস্কারের চেয়েও বড় কথা, আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। কিছু কিছু যুদ্ধ শুরু করার আগেই থামেয়ি দেওয়া হয়েছে। আমি আপ্লুত। পরিবার, ফার্স্ট লেডি মেলানিয়াকে ধন্যবাদ। গোটা বিশ্ব দেখেনি, এমন একটা প্রতিযোগিতা পরের বছর আপনারা দেখতে চলেছেন। গোটা বিশ্ব এখন খুব নিরাপদ। এক বছর আগেও আমেরিকা খুব একটা ভাল ছিল না। এখন সকলে এখানেই আসতে চাইছে।
এর পর প্রকাশ্যে আসে ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘ডিজায়ার’। সেই গান পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শারজিঙ্গার। এর পর সঞ্চালক কথা বলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি এবং ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী রবার্তো কার্লোসের সঙ্গে।
ড্রয়ের প্রথম রাউন্ড করার জন্য তিন রাষ্ট্রপ্রধানকে ডেকে নেওয়া হয়। ইনফান্তিনো একে একে ডাকেন কানাডার মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প জানান, তিনি পেলের খেলা দেখা বড় হয়েছেন। এমনকি আমেরিকায় ‘ফুটবল’-এর (গোটা বিশ্বে যা ফুটবল নামে পরিচিত, তা আমেরিকায় সকার নামে পরিচিত। কারণ সে দেশে ফুটবল নামে অন্য একটি খেলা রয়েছে) নাম বদলে দেওয়ার সম্ভাবনাও উস্কে দেন।
কানাডা, মেক্সিকো এবং আমেরিকা কে কোন গ্রুপে যাবে তা আগে থেকেই জানা ছিল। উত্তেজনা ছিল ড্রয়ের পরবর্তী রাউন্ড নিয়ে। তবে রাষ্ট্রপ্রধানে সেই রাউন্ডের জন্য থাকেননি।
দেড় ঘণ্টা পর ড্রয়ের জন্য ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিয়ো ফার্ডিনান্ড এবং সামান্থা জনসন উপস্থাপক হিসেবে মঞ্চে আসেন। সাবেক হকি খেলোয়াড় ওয়েন গ্রেটজকি, নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের অধিনায়ক অ্যারন জাজ, আমেরিকার ফুটবলের তারকা টম ব্র্যাডি, বাস্কেটবলের শাকিল ও’নিলকে ডাকা হয় ড্রয়ের জন্য।
ব্র্যাডি প্রথমেই তোলেন ব্রাজিলের নাম। তারা যায় গ্রুপ সি-তে। তার পরেই জার্মানি যায় গ্রুপ ই-তে। একে একে উঠে আসে জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগালের মতো প্রথম পাত্রে থাকা দেশগুলোর নাম। শাকিল দ্বিতীয় পাত্রের দলগুলো বেছে নেন। অ্যারন বেছে নেন তৃতীয় পাত্রের দলগুলো। চতুর্থ পাত্রের দেশগুলো বাছেন ওয়েন।
পরের বছর ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। অপর দুই আয়োজক কানাডা এবং আমেরিকা। কানাডা প্রথম ম্যাচ খেলবে উয়েফা প্লে-অফ এ-র বিজয়ী দলের বিরুদ্ধে। আমেরিকার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দু’টি খেলা হবে ১২ জুন। বাকি সূচি শনিবার প্রকাশ্যে আসবে।
ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। তারা ছাড়া বাকি দুই প্রতিপক্ষ সহজ। আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী।
গ্রুপ বি: কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী।
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে-অফ বি বিজয়ী, তিউনিশিয়া।
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে।
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।




