সিলেট-৪ আসন : চ্যালেঞ্জের মুখে আরিফ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
সিলেট-৪ (জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে দীর্ঘদিনের ধোঁয়াশা অবসান হলেও নতুন করে মাথাচাড়া দিয়েছে আঞ্চলিকতার বিতর্ক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিলেটের সাবেক মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে এই আসনের প্রার্থী ঘোষণা করেন। এতে তাঁর প্রার্থিতা নিয়ে দলে চলমান অনিশ্চয়তা কেটে গেলেও মাঠে শুরু হয়েছে বিভাজনের নতুন সমীকরণ।
এই আসনে বিএনপির বৃহৎ একটি অংশ শুরু থেকেই স্থানীয় প্রতিনিধিত্বের প্রশ্ন তুলে আন্দোলন করছিল। নেতৃত্বে ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে নিজেকে সম্ভাব্য প্রার্থী ধরে মাঠে সংগঠন করেছিলেন। প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে তাঁর সমর্থকেরা এলাকায় মশাল মিছিল থেকে শুরু করে শোডাউন পর্যন্ত করেন। তাঁদের অভিযোগ—আরিফুল হক “বহিরাগত”, ফলে স্থানীয় ভোটারদের বাস্তব প্রত্যাশা উপেক্ষিত হয়েছে।
আরিফুল গত ৬ নভেম্বর থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামলেও তখনো দলীয় সিদ্ধান্ত স্পষ্ট ছিল না। প্রার্থী ঘোষণার পর এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—দলীয় ভাঙন প্রশমিত করে আঞ্চলিকতার চাপ কাটিয়ে ওঠা।
অন্যদিকে বাদ পড়া হাকিম চৌধুরী জানিয়েছেন, তিনি দলের কাছে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার আবেদন করেছেন। তাঁর দাবি, স্থানীয় মানুষের ইচ্ছাকে মূল্য দিতে হবে, আর সে কারণেই তিনি রিভিউ চান।
সিলেট-৪ আসনে বিএনপির ভেতরকার এই মতপার্থক্য এখন নির্বাচনী মাঠে কোন দিকে মোড় নেয়—সেটিই দেখার বিষয়।




