আজ ছাতক মুক্ত দিবস
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
১৯৭১ সালের এই দিনে ছাতক শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী ৬ ডিসেম্বর রাতে ছাতক শহর থেকে পিছু হটে ঝাওয়া ব্রিজের দিকে সরে গেলে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ছাতককে হানাদারমুক্ত ঘোষণা করেন।
মুক্তিযুদ্ধের সময় নোয়ারাই ও ছাতক সিমেন্ট কারখানা এলাকায় পাক সেনাদের শক্ত ঘাঁটি ছিল। নভেম্বরের প্রথমদিকে নোয়ারাই এলাকায় মুক্তিবাহিনী ও যৌথবাহিনীর সঙ্গে পাক সেনাদের তুমুল লড়াই হয়। তীব্র প্রতিরোধের মুখে পাক বাহিনী পিছু হটলেও রণকৌশলগত কারণে মুক্তিযোদ্ধাদেরও সরে যেতে হয়। ওই যুদ্ধে নোয়ারাই গ্রামের অন্তত ৩০ জন মানুষ হতাহত হন।
ডিসেম্বরের শুরু থেকেই ৫নং সেক্টরের নেতৃত্বে ছাতক এলাকায় বিজয়ের বার্তা স্পষ্ট হতে থাকে। ৫ ডিসেম্বর জয়নগর এলাকায় মুক্তিযোদ্ধারা শক্ত অবস্থান নেন। পরদিন রাতে বিনা প্রতিরোধে ছাতক শহর ছাড়ে হানাদার বাহিনী।
মিত্রবাহিনীর সমর্থনে মুক্তিযোদ্ধারা সুরমা নদীর তীরে ছাতক সিমেন্ট কারখানা এলাকায় অবস্থান নেওয়ার পর পুরো ছাতক হানাদারমুক্ত হয়।
প্রতি বছরের মতো আজও ছাতক মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।




