জৈন্তাপুরে গ্যাসকূপ খনন: হুকুমদখলের পরিবর্তে জমি অধিগ্রহণের দাবি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত বারগাতি মৌজায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ডুপিটিলা-১ নং কূপ খননকে কেন্দ্র করে জমি হুকুমদখলের সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী হুকুমদখলের পরিবর্তে সর্বশেষ আইন অনুযায়ী অধিগ্রহণের দাবিতে স্থানীয়রা সিলেট জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন।
রবিবার (৭ই ডিসেম্বর) বেলা ১১:৩০ মিনিটে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বারগাতি গ্রামবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসক কনফারেন্স হলে এক মতবিনিময় সভা শেষে স্মারক লিপি তুলে দেয়া হয়েছে।
স্মারক লিপিতে বারোগাতী গ্রামের হতদরিদ্র কৃষকরা উল্লেখ করেন, তারা পূর্বপুরুষের আমল থেকে পাওয়া অল্পকিছু জমিতে আউশ, আমন, বোরোসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন। কৃষিকাজ ছাড়া তাদের অন্য কোনো বিকল্প আয়ের পথ তাদের নেই।
এ সময় স্থানীয়রা অভিযোগ, খনন কাজের জন্য জমিতে ১২ থেকে ১৪ ফুট পর্যন্ত মাটি ও বালি ভরাট, রোলার কম্প্যাকশন, ম্যাকাডম, আরসিসি, ইট সলিং, রিগ ফাউন্ডেশনসহ বিভিন্ন নির্মাণকাজ করা হবে। এসব কাজে নানা ধরনের কেমিক্যাল ব্যবহারের ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে এবং অন্তত ৫০ বছর জমি চাষযোগ্য হয়ে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না।
এ অবস্থায় জমি সাময়িক হুকুমদখলের পরিবর্তে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে সরকারিভাবে স্থায়ীভাবে অধিগ্রহণ করার দাবি জানিয়েছেন জমির মালিকরা।
স্মারক লিপিতে তারা আরো উল্লেখ করেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন হরিপুর, রশিদপুর, বিয়ানীবাজার, কৈলাশটিলা এবং সম্প্রতি সিলেট-১১ নং কূপ খনন প্রকল্পেও অধিগ্রহণের মাধ্যমেই কাজ হয়েছে। একই পদ্ধতি অনুসরণ করে তাদের জমিও অধিগ্রহণের আওতায় আনার অনুরোধ জানান তারা।
এ সময় মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বারগাতী গ্রামবাসীর পক্ষে প্রবিন মুরুব্বি হাজি আবদুল খালিক,হাজি আব্দুস সাত্তার, হাজি নূর ইসলাম, আবু সায়েম সহ অন্যান্যরা।
এ বিষয়ে ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি বলেন, বারগাতী গ্রাম আমার নিজ ইউনিয়নে। এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে প্রায় ৯৯ জন কৃষক স্বাক্ষর করে আজ স্মারকলিপি প্রদান করেন। এই মানুষ গুলোর প্রধান আয়ের উৎস কৃষি ফসল উৎপাদন।
তিনি আরো বলেন, রাষ্ট্রিয় যেকোনো উন্নয়ন মুলক কাজে আমার ইউনিয়নবাসী সরকারকে পূর্ণ সমর্থন ও সহায়তা করতে প্রস্তুত। কিন্তু হুকুম দখলের মত কার্যক্রম চালিয়ে শতাধিক পরিবারকে নিঃস্ব করা এটা দুঃখজনক। তিনি বলেন, গোটা দেশে উন্নয়নমুলক কাজে জমি অধিগ্রহণের পদ্ধতি চালু আছে। বারগাতী গ্রামবাসীকে সেই জমিগুলো অধিগ্রহণের মাধ্যমে যথাযোগ্য মূল্য বুঝিয়ে দিলে কোন পরিবার আর ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি বলেন, মাননীয় জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে উন্মুক্ত আলোচনা পরবর্তীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সকলকে বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করার উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেছেন।





