মৌলভীবাজারে এনসিপি নেতা বহিষ্কার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন আহবায়ক সানাউল ইসলাম সুয়েজকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে স্থায়ীভাবে পদ থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে দলের চিঠিতে। বহিষ্কারের ওই চিঠি গতকাল প্রকাশ পায় সামাজিক যোগাযাগ মাধ্যমে।
মৌলভীবাজার জেলা এনসিপি আহবায়ক খালেদ হাসান ও সদস্য সচিব রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এনসিপির যুগ্ম আহবায়ক সানাউল ইসলাম সুয়েজ -এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন ও দলীয় নীতিমালা-বিধিবিধান পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির নিকট প্রাপ্ত তথ্য, অভিযোগ এবং সংগ্রহীত উপাত্ত পর্যালোচনা করে তদন্তে প্রমাণিত হয় সানাউল ইসলাম অন্য একটি রাজনৈতিক দলের কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। এছাড়া দলের অভ্যন্তরীন তথ্য অন্য দলের মধ্যে প্রচার করায় ধারাবাহিকভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন ও দলীয় নীতিমালা-বিধিবিধান পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে সুষ্পষ্ট প্রমাণিত হয়। অভিযোগসমূহের প্রকৃতি ও গুরুত্ব এমন পর্যায়ের ছিল যে তা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। দলীয় স্বার্থ, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক সুরক্ষার স্বার্থে জেলা কমিটি এ বিষয়ে জরুরি সভায় আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, দলীয় গঠনতন্ত্রের প্রাসঙ্গিক ধারা অনুযায়ী সানাউল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
চিঠিতে আরও বলা হয়, উক্ত সিদ্ধান্তের ফলে সানাউল ইসলম নাগরিক পার্টির কোনো পদে বহাল থাকতে পারবেন না, কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না, দলীয় পরিচয়, পদবী বা নাম ব্যবহার করতে পারবেন না, কোনো কমিটি বা উপকমিটির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না। এই চিঠির অনুলিপি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর প্রেরণ করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জানতে সানাউল ইসলাম সুয়েজের মোবাইলে কল করলে তিনি কল রিসিভ করেননি। মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব রুহুল আমিন ও আহবায়ক খালেদ হাসান মুঠোফোনে বলেন, সানাউল ইসলাম সুয়েজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেশ কিছু অভিযোগ ছিল। এর আগে জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দও তাকে শোকজ করেছিলেন। সম্প্রতি একটি রাজনৈতিক দলের নির্বাচনী কার্যক্রমে সরাসরি জড়িত থাকার অভিযোগসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন ও দলীয় নীতিমালা-বিধিবিধান পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় স্বার্থ, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক সুরক্ষার স্বার্থে সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে যুগ্ন সম্পাদক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়।




