চুনারুঘাটে চোরাই গরু ফিরে পেয়ে কৃষকের স্বস্তির নিঃশ্বাস
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
রাতের গভীরে গোয়ালঘরের তালা ভাঙার শব্দ কেউ শোনেনি। ঘুম ভাঙতেই ইনুছ আলীর বুকটা ধক করে উঠল—গোশালার সামনে ভাঙা তালা, আর ভিতরে শূন্য খুঁটিগুলো যেন তাকে চুপচাপ তিরস্কার করছিল। ষাট বছর বয়সী এই কৃষকের জীবনের সঞ্চয় ছিল মাত্র দুটো গরু—একটি ষাঁড় আর একটি গাভী। সেই দুটোও রাতে হারিয়ে গেল।
চারদিকে খবর দিয়ে, গ্রামের পথ ঘুরে, মাঠের পর মাঠ খুঁজে তিনি যখন প্রায় আশা ছাড়তে বসেছেন, তখনই এলো সান্ত্বনার খবর। গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জানতে পারলেন, তার গরু দুটি লুকিয়ে রাখা হয়েছে পলাতক মহসিন মিয়ার একটি খামারে। স্থানীয়দের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে গরু দুটো দেখে আবেগ সামলাতে পারেননি ইনুছ আলী। নিজের চোখে ফিরে পাওয়া সম্পদ দেখে বারবার বলছিলেন, “আল্লাহ রক্ষা করলেন, না হলে আমি শেষ হয়ে যেতাম।”
এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন শানু মিয়াকে রানীগাঁও বাজার থেকে ধরে পুলিশে খবর দেন। পরে চুনারুঘাট থানার এসআই সজল চন্দ্র পাল রাত সাড়ে ১১টার দিকে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। উদ্ধার করা হয় চুরি যাওয়া গরু দুটোও।
পুলিশ জানায়, গ্রেপ্তার শানু মিয়া (৪৫) হাকাজোড়া গ্রামের আব্দুল হকের ছেলে। মামলার এজাহারে আরও কয়েকজনের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ আছে। ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া গরু দুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
চোরাই গরু ফিরে পাওয়ার পর ইনুছ আলীর চোখে ছিল ক্লান্তি, কিন্তু তাতে মিশে ছিল গভীর স্বস্তি। গ্রামের মানুষও বলছেন—একজন কৃষকের কষ্টার্জিত সম্বল ফিরে পাওয়ার আনন্দের কাছে বড় খবর আর কিছু নেই।




