পাকিস্তানের বিপক্ষে এবার দাপুটে জয় বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
পরাজয়ে সিরিজ শুরু হলেও টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তৃতীয় টি-টোয়েন্টির জয়টা আগেরটার চেয়ে আরো দাপুটে।
কক্সবাজারে আজ ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তাতে পাকিস্তানের বিপক্ষে ৫টি-টোয়েন্টির সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচে খেলতে নামবেন অরিত্রী মন্ডল-সুমাইয়া আক্তাররা।
৮৭ রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ৮ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার সুমাইয়া ও অরিত্রী। অধিনায়ক অরিত্রীর ৩ রানের বিপরীতে তার সতীর্থ ফেরেন ৪ রানে। সেখান থেকে ৪৫ রানের জুটি গড়ে জয়ের পথ প্রশস্ত করেন অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম।
সর্বোচ্চ ৩৫ রান করা সাদিয়া জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও পেরেছেন জান্নাত। ৩০ রানে অপরাজিত থেকে জয়ের বাকি কাজ সারেন তিনি। অন্যদিকে ৪ রানে অপরাজিত থাকেন মায়মুনা নাহার।
ম্যাচসেরা হয়েছেন সাদিয়া।
এর আগে হাবিবা ইসলাম ও অতশী মজুমদারদের দারুণ বোলিংয়ে পাকিস্তান ৮৬ রানের বেশি করতে পারেনি। এই রানটাও তারা পেত না যদি শেষ দিকে মেমুনা খালিদ (১৮*) ও মাহনূর জেব (১২) ছোট্ট দুটি ইনিংস না খেলতেন। তবে তাদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন ওপেনার ও দলের অধিনায়ক ইমান নাসের। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন হাবিবা-অতশী।




