১৩ দফা দাবি : সিলেটে সুন্নী জোটের জনসভা বুধবার
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
নির্বাচন কমিশন ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনসহ ১৩ দফা দাবিতে সিলেটে বিশাল জনসভা করতে যাচ্ছে সুন্নী মতাদর্শী তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বৃহত্তর সুন্নী জোট। আগামী বুধবার (১০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদেরী ও সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম ভূঁইয়া।
তাদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের আয়োজন করা, রাষ্ট্রীয় যেকোনো বৈঠকে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, অর্থ পাচারকারী ও আদালতে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করা, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য জেলাগুলোতে বিদেশি মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ; চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনালগুলোকে ৩০ বছরের জন্য বিদেশিদের হাতে তুলে দেয়া এবং দেশীয় লুটেরাদের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, জাতির সার্বভৌমত্বের স্বার্থে সন্ত্রাসী আরকান আর্মির প্রয়োজনে কোনপ্রকার করিডোর না দেয়া, মাজার, খানকা, দরবার ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন প্রশাসনকে নিরপেক্ষভাবে পুনর্গঠন করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, সরকার এখনো নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা না করাতে জনমনে বিবিধ প্রশ্ন উঁকি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা জনমনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি করেছে । নেতৃবৃন্দ বলেন, আসন্ন এ নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। এ সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে একপ্রকার ধোঁয়াশা দৃশ্যমান বলে উল্লেখ করেন তারা।
তারা অভিযোগ করে বলেন, জুলাই হত্যার বিচার, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন কমিশন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশ বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের কোনো সফলতা পরিলক্ষিত হচ্ছে না। বরং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে প্রতিনিয়ত। সারাদেশে ‘মব’ সৃষ্টি করে অসংখ্য মানুষ পিটিয়ে হত্যা, কয়েক হাজার শিক্ষককে হেনস্থা পূর্বক পদত্যাগে বাধ্য করা, শতাধিক মাজারে হামলা, অগ্নিসংযোগ, মসজিদ-মাদরাসায় হামলার মতো গর্হিত কর্মকাণ্ড ঘটছে।
খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, ধর্ষণ, লুটপাট অরাজকতা এবং আইন হাতে তুলে নেয়ার প্রবণতাসহ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক বৃদ্ধির কথা উল্লেখ করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে ও ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে বৃহত্তর সুন্নী জোটের দাবিগুলো মেনে নেওয়ার আহবান জানান তারা। সেই সাথে বুধবারের বিশাল জনসভা সুষ্ঠভাবে সম্পন্ন করতে তারা সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা সভাপতি এইচ এম মিসবাহ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মাওলানা আহমদ আলী হেলালী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সুলায়মান খান রব্বানী, বাংলাদেশ সুপ্রীম পার্টির সিলেট জেলা সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জামাল খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মুন্সি, জনসভা প্রস্তুতি কমিটির মিডিয়া সমন্বয়ক শেখ মাসুক আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মো. আলী জাবের তালুকদার প্রমুখ।




