জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৫ উপলক্ষে সভা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসন জৈন্তাপুর এর সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহিনী রঞ্জন দে’র সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।




