জগন্নাথপুর মুক্ত দিবস আজ
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম দুটি গণহত্যা সংগঠিত হয়েছিল।
হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এ অঞ্চলের জনগণ। জগন্নাথপুরের বিপুলসংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, আইনজীবী মুক্তিযুদ্ধে অংশ নেন।
একাত্তরের ৩১ আগস্ট শ্রীরামসী ও ১ সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে পাক হানাদাররা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। শত শত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। সেই পৈশাচিক হত্যাকাণ্ড আজও এ অঞ্চলের মানুষের হৃদয়ে নাড়া দেয়। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে শত্রুমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা। সাহসী যোদ্ধাদের কাছে রাজাকার, পাকসেনারা সেদিন আত্মসমর্পণ করে।
এদিকে মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়েছে।




