জৈন্তাপুরে ৯৬টি ভারতীয় কম্বলসহ দুইজন আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে থানা পুলিশের অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৯৬টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তামাবিল হাইওয়ে থানার এসআই (নি:) মোঃ নাজমুল হক-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
বিকাল ৩:১৫ মিনিটে ছৈলাখেল সাকিনস্থ কাটাগাং চেকপোস্টে ঢাকা মেট্রো-ব ১৫-৭২০০ নম্বরের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। মালিকানা দাবি করলে তারা কোনো বৈধ ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হন।
আটককৃতরা হলেন, মোঃ আলামিন ভূঁইয়া (৩৪) ও মোঃ মাহমুদুল হাসান মোহন (৩৯), উভয়ই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




