কোম্পানীগঞ্জের খায়ের গাঁও স্কূলমাঠে ইসলামি যুব আন্দোলন এর সমাবেশ
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২ নং পূর্ব ইসলামপুর ইউ /পি শাখার উদ্যোগে খায়েরগাও স্কূল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট -১ আসনে মনোনীত হাতপাখার প্রার্থী জননেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এল,এল,বি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪-এর সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাঈদ আহমদ। প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণজাগরণের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সজাগ দৃষ্টি রাখা চাই। ফের যাতে দেশের মাটিতে ফ্যাসিবাদ কায়েম না হয়।সেজন্য দেশ, মানবতা, ইসলামের স্বার্থে একবাক্সে নির্বাচনী ভোট জমার প্রক্রিয়া চূড়ান্ত। সে লক্ষ্যে আগাম সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাইসহ ৮ দলীয় কেন্দ্রীয় নির্দেশে যে প্রার্থীই সিলেট -৪ এ চূড়ান্ত হবেন তার পক্ষে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে রায় দেয়ার আহবান জানান এলাকাবাসীর প্রতি।
পূর্ব ইসলামপুর ইউ পি শাখা যুব আন্দোলন এর সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্বে, মাওলানা আব্দুল্লাহ বিন কুতুব এর পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য ও উপস্হিত ছিলেন,জেলা যুব আন্দোলন এর সভপতি বদরুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন আল মামুন, সাধারণ সম্পাদক হাজী আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, আল আমিন, সভাপতি যুব আন্দোলন কোম্পানীগঞ্জ,
ফয়সাল আহমেদ, যুব আ,সহ-সভাপতি কোম্পানীগঞ্জ, উপজেলা শাখার সভাপতি হাজী ইসমাইল, মুজাহিদ কমিঠির নায়েবে সদর রেজাউল করিম রেজু, মুজাহিদ সদস্য আমানত খা,যুবনেতা আদনান সোহাগ প্রমূখ।





