জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) রাত ৯:০০ মিনিটে অনুষ্ঠিত সভায় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির সহ অন্যান্য সদস্যবৃন্দ নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে জৈন্তাপুর নবাগত ওসির নিকট জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব শেষে কমিটির তালিকা তুলে দেয়া হয়।
মত বিনিময় সভায় জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন। বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, চাঁদাবাজি দমন, সড়ক নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
এ সময় নবাগত ওসি তাঁর বক্তব্যে বলেন, “জৈন্তাপুরবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিক সমাজের সহযোগিতা পেলে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা সম্ভব।” তিনি মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথাও পুনরায় উল্লেখ করেন।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ,উপদেষ্টা মন্ডলির সদস্য নাজমুল ইসলাম, সহ-সভাপতি শোয়াইবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, সদস্য তোফায়েল আহমদ, সাইফুল ইসলাম বাবু, মুরাদ হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, ইমাম উদ্দিন।
মতবিনিময় সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।





