সুনামগঞ্জে নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের বিভিন্ন নদ–নদীতে বালু–পাথরবাহী নৌযান থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নৌ–শ্রমিক ও নৌ–মালিকেরা। তাঁদের অভিযোগ, নির্ধারিত টোলের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে এবং এতে শ্রমিকেরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্গো–ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও জামালগঞ্জ স্টিলবডি নৌ–পরিবহন মালিক সমিতির উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আবুয়া নদীর তীরে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন হয়।
মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমানসহ অন্য শ্রমিক ও মালিক প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, প্রতি ফুট বালু–পাথরে সরকারি হারের টোল ২৫ পয়সা হলেও নদীর ইজারাদাররা ১ টাকা ৫০ পয়সা করে টোল নিচ্ছেন। নির্ধারিত টোল কেন্দ্রের বদলে নদীর মাঝেই নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হয়। অনেক সময় রশিদও দেওয়া হয় না। কেউ অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাঁদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ তুলে ধরেন শ্রমিকেরা।
বক্তারা অবিলম্বে নদীপথে টোলের নামে চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান।





