শ্রীমঙ্গলে ১৩ ফুট লম্বা ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ সিন্দুরখান সড়কের জোড়পুল এলাকায় গাছের ডালে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে একটি অজগর সাপ দেখতে পেয়ে উৎসুক জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপটিকে মেরে ফেলার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা। সাপটি ওজনে ২৩ কেজি ও দৈর্ঘ্যে ১৩ ফুট লম্বা বলেন জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এরপর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়ির হাঁস–মুরগি ও ছোট ছাগল খেয়ে ফেলেছিল। তাই সাপটিকে দ্রুত উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সাপটি উদ্ধার হওয়ায় এখন থেকে নিরাপদে ঘুমাতে পারবেন বলে জানান তারা।




