আইন লঙ্ঘন,নবীগঞ্জে শিরিন ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
হবিগঞ্জের নবিগঞ্জে আজ বুধবার (১০ ডিসেম্বর) কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫, ৬ এবং ৮(১) ধারা লঙ্ঘনের একাধিক অভিযোগ প্রমাণিত হয়।
অভিযোগ ছিল,কৃষিজমি থেকে মাটি কেটে ইট তৈরির কাঁচামাল সংগ্রহ, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার, কৃষিজমির ভেতরে ইটভাটা স্থাপন, ইট পোড়ানোর লাইসেন্স নবায়ন না করা এবং এসব অবৈধ কার্যক্রমে কাটা মাটি ইট প্রস্তুত প্রক্রিয়ায় ব্যবহার করা। উক্ত অভিযোগের ভিত্তিতে জালালপুর মৌজায় বিশ্বরোডের পাশে অবস্থিত শিরিন ব্রিকস (প্রোপাইটর: সানুর মিয়া)-কে তিন লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস উপস্থিত ছিলেন।
পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





