সিলেটে শর্টগানের ২৭ রাউন্ড কার্তুজসহ দুজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে শর্টগানের ২৭ রাউন্ড রাবার ও লিডবল কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর পাঁচটা দশ মিনিটের দিকে থানার উপপরিদর্শক (নিঃ) শিপলু চৌধুরীর নেতৃত্বে একটি দল মেন্দিবাগের গার্ডেন টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ১৬ রাউন্ড লিডবল কার্তুজ ও ১০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এনামুল হক (৩৫) ও বোরহান উদ্দিন (৩৫)। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।




