গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময়
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
গোয়াইনঘাট উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গোয়াইনঘাট উপজেলা কনট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কনট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি এম এ মতিন বলেন, গোয়াইনঘাটের উন্নয়ন কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আমরা নির্মাণশিল্পের সাথে যুক্ত সবাই একযোগে কাজ করছি। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করে। উন্নয়ন কার্যক্রমে যাতে কোন অনিয়ম-অসঙ্গতি না থাকে, সে বিষয়ে আমরা সবসময় সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি দু-একটি পত্রিকা ও ফেইসবুক আইডিতে আমাদের সহকর্মী নিয়ে কিছু মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে। এরকম ভিত্তিহীন সংবাদ ভবিষ্যতে না করে সটিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহবান জানান। তিনি আরও বলেন, উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিক নিয়মে ও মান বজায় রেখে বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সাংবাদিকরা ইতিবাচক পরামর্শ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের পথ দেখিয়ে আসছেন, এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। এসময় কনট্রাক্টর এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন লোকমান আহমদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, সালেহ, সুজন প্রমুখ। এদিকে সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনায় স্থানীয় উন্নয়ন, কাজের মান, টেন্ডার ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের সমস্যা ও সাংবাদিক-কনট্রাক্টরদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।




