প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো বড়লেখার শিক্ষার্থী লাবিবা
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল-ইন-স্কাউট গ্রুপের সদস্য মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
লাবিবা মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং মোহাম্মদ আব্দুল হামিদ ও মমতা মান্নানের একমাত্র মেয়ে।শনিবার (৬ ডিসেম্বর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আয়োজনে ২০২০–২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি স্কাউট মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের হাতে সম্মাননা সনদ প্রদান করেন এবং প্রেসিডেন্ট’স স্কাউট ব্যাজ পরিয়ে দেন। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদেরও সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ এবং উপ কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম।
অতিথিবৃন্দ অর্জনকারীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদের টিম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের এই অর্জন তাঁর ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।




