বিশ্বের সেরা স্টাইলিশ তারকার তালিকায় শাহরুখ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এই বছরের বিশ্বের সবচেয়ে স্টাইলিশ সেলিব্রিটিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বের মোট ৬৭ জন তারকার এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে তার নাম উঠে এসেছে।
নিউ ইয়র্ক টাইমস মূলত তাদেরই এই তালিকায় স্থান দিয়েছে, যারা নিজেদের ফ্যাশন, লুক এবং ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে বিশেষ নজর কেড়েছেন। বিশেষ করে, ৬০ বছর বয়সে এসে ‘দ্য ম্যাজিক অব মেট গালা’য় শাহরুখের অভিষেক এবং তার উপস্থিতি তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।
শাহরুখ ছাড়াও এই তালিকায় রয়েছেন জেনিফার লরেন্স, সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা এবং নোয়া ওয়াইলের মতো আন্তর্জাতিক তারকারা।
এদিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তাকে শীঘ্রই দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’-এর ব্যাপক সাফল্যের পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি শাহরুখের দ্বিতীয় কাজ হতে যাচ্ছে।




