সাংবাদিক মুরাদের পিতার ইন্তেকালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের শোক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের বাসিন্দা এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান এর পিতা বশির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫ ইং) তারিখে ভোর সাড়ে ৫টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে প্রয়াত বশির উদ্দিনের মৃত্যুতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল মুরছালিন রুহেল ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





