সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম সৌরভ তালুকদার (২০)। সে সুনামগঞ্জ সদর থানাধীন পুরাতন পৈন্দা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল বাতেনের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে হানা দেয়।
এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে সৌরভ তালুকদারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত সৌরভ তালুকদার দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআই মোঃ আব্দুল বাতেন জানান, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।




