শায়েস্তাগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুজন মিয়া গ্রেফতার
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জে জিআর মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সুজন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চানপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম জানান, এর আগে বিকেলে তার দিকনির্দেশনায় এসআই মো. কাউছার আহমেদ, এসআই তাজুল ইসলাম, এসআই ইকবাল হোসেন, এসআই ইব্রাহিম ভূঁইয়াসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে সুজন মিয়াকে গ্রেফতার করে।




