জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও সেন্ট্রাল জৈন্তা স্কুলের এসএসসি ৯৬ ব্যাচ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্হাপনায় ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ই ডিসেম্বর) সকাল ১০:০০ ঘটিকা হইতে উপজেলার দরবস্ত এলাকায় অবস্হিত ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল ও দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় এই দুই ভেন্যুতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেনীর ৪৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় ১ম বারের মত প্রজেক্টরের মাধ্যমে পরীক্ষা কেন্দ্র লাইভ সম্প্রচার করা হচ্ছে। এতে করে পরীক্ষার্থীদের অভিভাবকরা সরাসরি পরীক্ষা কেন্দ্রের ভিডিও সম্প্রচার দেখতে পাচ্ছেন। পরীক্ষা নেয়া শেষ হলে শুক্রবার রাতে বিগত বছরগুলোর ন্যায় বৃত্তিপ্রাপ্তদের ফলাফল ঘোষণা করা হবে। এ বছর ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষাীর মেধাতালিকায় যে প্রথম স্হান অধিকার করবে তার জন্য পুরস্কার সরূপ একটি ল্যাপটপ দেয়া হবে। ল্যাপটপটি মরহুম হাজী ফখরুল ইসলামের পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ও ট্রাষ্টের অন্যতম পৃষ্ঠপোষক ফাহাদ মাদানী ইসলামের পক্ষ থেকে দেয়া হবে।
২০২২ সাল থেকে নিয়মিত চালু হওয়া ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা প্রথম বছর ২৪৫ জন, ২০২৩ সালে ৩১৪ জন ও ২০২৪ সালে ২০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ বছর অতীতের রেকর্ড ছাড়িয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯৫ জন।
এদিকে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা প্যানেল বোর্ডের সভাপতি ও মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপদেষ্টা মন্ডলির সভাপতি ও দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ আজাদ, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম,সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বদর,আয়াত উল্লাহ্,বজলুর রশিদ শামিম।
এ ছাড়াও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম,মোঃ জাকারিয়া, বদরুল আমিন,মামুনুল ইসলাম, রমিজ উদ্দিন, দেলোয়ার হোসেন আজাদ,দুলাল চন্দ্র দেব, বিজেন চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, ছয়ফুল আলম, জালাল উদ্দীন, ফখরুল আলম, ফরিদ আহমেদ, কবির উদ্দিন শামীম,সুমন চন্দ্র দেব, বিদ্যুৎ দাস,পপি রানী দেব,ফাতিমা বেগম,ফাহিমা বেগম,শামসুন্নাহার রুবি,লিলি বেগম সহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত সাংবাদিকদের নিকট আলাপকালে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অতিথিগণ সেন্ট্রাল জৈন্তা ৯৬ ব্যাচের সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি মরহুম হাজী ফখরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে তারা বলেন,তার সুযোগ্য সন্তান ফাহাদ মাদানী ইসলাম সহ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সকলের সাফল্য কামনা করেন। তারা বলেন, বেসরকারি খাতে মেধা অন্বেষণে এ ধরণের পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ পাশাপাশি শিক্ষা ব্যবস্হার আধুনিকায়ন ও তথ্য প্রযুক্তি নির্ভর করে তুলতে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল ও ফাউন্ডেশন জাতিকে মেধাধী শিক্ষার্থী উপহার দিতে সক্ষম হবে।




