জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা
জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে
সন্ত্রাস,জঙ্গিবাদ,ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক ও সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ই ডিসেম্বর) বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম, মানবাধিকার সংগঠন হিট ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ইমাম উদ্দিন ,পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা ওয়াদুল মিয়া,৪ নং বাংলাবাজার বালু ব্যবসায়ী সমিতির সভাপতি রফিক আহমেদ, উপজেলা যুবদলের কর্মী হেলাল খান, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম ।
সভায় নবাগত অফিসার ইনচার্জ উপস্থিত সকলকে স্বাগত জানান। এ সময় বক্তারা ইউনিয়নের বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ইভটিজিং রোধ সহ সামাজিক ও রাষ্ট্রিয় অবক্ষয় দূর করতে পুলিশের সহযোগিতার পাশাপাশি পুলিশকে সঠিক তথ্য দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এ সময় বক্তৃতাকালে আমন্ত্রিত অতিথিগণ শ্রমজীবী মানুষের রুটিরুজির অন্যতম মাধ্যম শ্রীপুর পাথর কুয়ারী খুলে দিতে অফিসার ইনচার্জ এর মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, এই কুয়ারী চালু হলে মানুষের বেকারত্ব কমে যাবে যার ফলে জীবিকার জন্য অবৈধ ও অনৈক কোন কাজে মানুষ জড়িত হবে না।
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,এই মূহুর্তে সবচেয়ে চেলেঞ্জিং কাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করা। এ বিষয়ে তিনি উপজেলার সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি মাদকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এ বিষয়ে পুলিশ কঠোর থেকে আর কঠোরতর হবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন আইনি সহায়তা পেতে থানার দরজা সকলের জন্য উন্মুক্ত। যেকোন সমস্যা নিয়ে সরাসরি বা অফিসিয়াল ফোনে যোগাযোগের আহবান জানান তিনি। পাশাপাশি একটি সুন্দর মডেল অপরাধমুক্ত উপজেলা গড়ে তুলতে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে সর্বদা সহযোগিতা করার আহবান জানান তিনি।




