সিলেটে সুরমা গেইট থেকে ইয়াবাসহ একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
সিলেট মহানগর পুলিশের একটি অভিযানে সুরমা গেইট এলাকা থেকে সাইদুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার কাছে ৪৬ পিস ইয়াবা পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহপরাণ থানার সুরমা গেইট বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাইদুল ইসলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ১২/১৩/১২/২৫) মামলা দায়ের করে শাহপরাণ থানা তাকে আদালতে সোপর্দ করেছে।




