জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি জুবায়ের আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবীব লায়েক। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি: আব্দুল মুকিত,সহ-সাধারণ সম্পাদক: আহমদ আল মনজুর,কোষাধ্যক্ষ: তারেক আহমদ,প্রচার সম্পাদক: জুবায়ের আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আহমদ হোসাইন আইমান,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: হাবিব উল্লাহ মিসবাহ,ক্রীড়া সম্পাদক: আজাদুর রহমান
অফিস সম্পাদক: আব্দুশ শহীদ শাকির। কার্যনির্বাহী সদস্যরা হলেন সাইফুর রহমান, জাকির আহমদ ও তানিম আহমদ।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং নির্ভীক, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা চর্চার মাধ্যমে জকিগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।




