জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদ গনকবরে পুষ্পার্ঘ্য অর্পণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কহাইগড় বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকেও একটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ কালে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাপস চন্দ্র পাল,মুক্তিযোদ্ধা সন্তান মেমিন আহমেদ, শরীফ আহমেদ সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম সহ অন্যান্যরা।




