ছাতকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
ছাতকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সকালে শিখা সতেরো স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক পৌরসভা ও ছাতক থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা আমিন উদ্দিন।
আলোচনা, দোয়া ও পুষ্পস্তবক অর্পণকালে শিখা সতেরো স্মৃতি সৌধে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজ ডিপ্লোমেসি চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মোহাম্মদ মোরসালিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ওসি মো. মিজানুর রহমান, পৌরসভার সচিব শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা সহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




