ভালোবাসার টানে পাকিস্তানী প্রেমিক এখন হবিগঞ্জে
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
ভালোবাসার ডাক উপেক্ষা করতে পারেনি ভিসা, পাসপোর্ট আর হাজার মাইলের দূরত্ব। প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে এসে হবিগঞ্জের লাখাই উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন এক যুবক। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার বেগুনাই গ্রামে দুই পরিবারের সম্মতিতে ও ধর্মীয় রীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
কনে সেবিনা আক্তার (৩০) লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সেবিনা আক্তার ও ওই পাকিস্তানি যুবক দুজনই জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর আগে প্রবাস জীবনে তাঁদের প্রথম পরিচয়। কাজের ফাঁকে কথাবার্তা, সেখান থেকেই বন্ধুত্ব—আর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। ভিন্ন দেশের নাগরিক হলেও মনের মিলই হয়ে ওঠে তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় সেতু।
কিছুদিন আগে সেবিনা আক্তার ছুটিতে দেশে ফিরে আসেন। দূরত্ব বাড়লেও ভালোবাসার যোগাযোগ থেমে থাকেনি। শেষ পর্যন্ত প্রেমকে বাস্তব রূপ দিতে এবং সেবিনাকে জীবনসঙ্গী করতে ওই যুবক পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। এরপর দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভিনদেশি বরের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ের খবরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও আনন্দ। নবদম্পতিকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় দেখা গেছে। অনেকেই বলছেন, ‘ভালোবাসা সত্যিই সীমানা মানে না।’ সবাই নবদম্পতির সুখী ও শান্তিময় দাম্পত্য জীবন কামনা করছেন।




