গোয়াইনঘাটে জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আল হাসান ও লেঙ্গুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিম আহমদের নেতৃত্বে মিছিলটি স্বতস্ফুর্ত ভাবে সম্পন্ন হয়।
গোয়াইনঘাট কেয়ার হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গোয়াইনঘাট বাজার প্রদক্ষীন করে গোয়াইনঘাট সবজি বাজারে এসে মিছিলের সমাপ্তিতে সংক্ষিপ্ত বক্তব্যে ফাহিম আল হাসান বলেন, দীর্ঘদিনের স্বপ্ন লালিত পাথর কোয়ারি খুলে দেওয়া শ্রমিকের নায্য অধিকার আদায় করতে গিয়ে আমাদের নেতা গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান পরিবেশ ও খনিজ মন্ত্রনালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসানের কাছে একটা ন্যায্য দাবী উত্তাপন করার লক্ষ্যে কে বা কাহারা মিথ্যা হয়রানী মুলক মামলা দিয়ে কারাগারে পাঠায়। মামলার প্রেক্ষিতে দল তাৎক্ষণিক জাহিদ খানকে বহিষ্কার করে। পরবর্তীতে দল তদন্ত করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। দলের এই সুন্দর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কারণ জাহিদ খান দলে ফিরে দলের হাতকে শক্তিশালী করেছে।
আমরা আজ জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে গোয়াইনঘাটে আনন্দ মিছিল করেছি। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচার মিছিল করি।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, লেংড়া ইউনিয়ন যুবদল নেতা ফুরকান আহমদ, নোমান আহমদ, সুনু মিয়া, রাজিব আহমদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন সদর যুবদল নেতা নাজিম উদ্দীন ও দেলোয়ার আহমদ প্রমুখ।





