দিরাইয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন
দিরাই প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ১৫ ডিসেম্বর ) বরাম হাওরের একটি বাঁধ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি সনজিব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব পাউবোর মাঠ প্রকৌশলী আবদুল কাইয়ুম, দিরাই প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, মোশাহিদ আহমদ, সুৃমন রহমান, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, কৃষক প্রতিনিধিগন।
কৃষকের স্বার্থরক্ষায় দ্রুত সময়ে সঠিক ভাবে কাজ বাস্তবায়ন করার ঘোষণা দিলেন ইউএনও সনজিব সরকার বলেন, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। বরাম হাওরের একটি গুরুত্বপূর্ণ ক্লোজার ও ডিচফিলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান ১০২টি স্কীমের মধ্যে ২৬টি স্কীমেরঅনুমোদন করা হয়েছে, কিছু পিআইসি গঠন করা হয়েছে, বাকিগুলো অতিদ্রুত সময়ের মধ্যে করা হবে, কৃষকরা যাতে তাদের ফসল সুন্দর ভাবে ঘরে তুলতে পারে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে, এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।




