হবিগঞ্জে খোয়াই পারের বর্জ্য অপসারণ, চলছে সৌন্দর্য বর্ধন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
দীর্ঘদিনের জমে থাকা ময়লা–আবর্জনা অপসারণ করে হবিগঞ্জ শহরের কিবরিয়া সেতুর পশ্চিম পাশে খোয়াই নদীপারের পরিবেশগত সৌন্দর্য ফিরিয়ে আনার কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে নদীপারের দৃশ্যপট বদলে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিচ্ছন্নতা কার্যক্রমের পর ওই স্থান পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মঈনুল হক। এ সময় তিনি কাজের মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি জানান, ওই স্থানে টমটম পার্কিংয়ের ব্যবস্থা করে সড়কের ওপর যত্রতত্র পার্কিং বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নদীপারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার অন্য কর্মকর্তারা।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের কিবরিয়া সেতুর পশ্চিম দিকে খোয়াই নদীর পারে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ময়লা–আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হয়ে পড়ে। এতে নদী ভরাট হওয়ার আশঙ্কাও দেখা দেয়। এর আগে একাধিক উদ্যোগ নেওয়া হলেও ওই স্থানে আবর্জনা ফেলা পুরোপুরি বন্ধ করা যায়নি।
সম্প্রতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে নদীপারের স্তূপীকৃত আবর্জনা অপসারণে উদ্যোগ নেয় পৌরসভা। নদী দূষণ রোধে পৌরসভার নিজস্ব এক্সক্যাভেটর, ডাম্প ট্রাক ও অতিরিক্ত ভাড়াকৃত যানবাহন ব্যবহার করে আবর্জনাগুলো দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া হয়। একদিনের ব্যবধানে ওই এলাকার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসে।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা ফেলার কারণে এলাকাটি কার্যত ভাগাড়ে পরিণত হয়েছিল। বিষয়টি নজরে আসার পর ময়লা–আবর্জনা অপসারণ করা হয়েছে। এখন সেখানে ধাপে ধাপে সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে।




