যুব এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারালো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইয়ে আজ নেপালের দেয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে জুনিয়র টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ ও লঙ্কানদের।





