মৌলভীবাজারে ভুয়া ফেসবুক আইডি দিয়ে জেলা প্রশাসকের নামে প্রতারণা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে জেলা প্রশাসকের নাম, ছবি ও পদবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও মোবাইল নম্বরের মাধ্যমে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক বা জেলা প্রশাসন কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত কোনো মোবাইল নম্বর ব্যবহার করে অর্থ, অনুদান, সহায়তা বা অন্য কোনো বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হয় না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে এ ধরনের যোগাযোগের কোনো সুযোগ নেই। ফলে এ ধরনের ফোনকল, বার্তা বা অনলাইন যোগাযোগে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন, তাহলে নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পাশাপাশি জেলা প্রশাসন, মৌলভীবাজারে লিখিতভাবে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
প্রতারণা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





