শুটিং-এর ফাঁকে বিয়ের পরিকল্পনা মধুমিতার
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
শুটিং এবং বিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বর্তমানে তার নতুন ছবি ‘অটবী’র শুটিং চলছে। আবার এর মধ্যেই চলছে নায়িকার বিয়ের তোরজোড়। সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিতে এই প্রথমবার দেখা যাবে মধুমিতাকে। বছর শেষে নতুন অনেক কিছুই ঘটতে চলেছে অভিনেত্রীর জীবনে। নতুন বছরে নতুন সবকিছুর জার্নি শুরু করবেন তিনি। এরই মাঝে কিভাবে নিজের এই বিশেষ দিনটা উদযাপন করবেন সবটাই ভেবে ফেলেছেন তিনি। বিয়ের দিনক্ষণ এখনও সঠিকভাবে নির্ধারিত না হলেও শোনা যাচ্ছে যে, বিয়ের দিনের জন্য তার চিরাচরিত লাল শাড়িই পছন্দ। লাল বেনারসিতেই এদিন সাজার পরিকল্পনা করেছেন তিনি। তবে রিসেপশনে কিভাবে সাজবেন বা কি শাড়ি পড়বেন তা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, দুটো দিন নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভেন্যু পাওয়ার উপর নির্ভর করবে আমার বিয়ের দিন। জানা গেছে, সময় পেলেই নাকি কেনাকাটা করছেন অভিনেত্রী। শুহু তাই নয়, শুটিংয়ের ফাঁকে প্রিয়জনেদের কাছে আইবুড়োভাত খেতেও নাকি যাচ্ছেন অভিনেত্রী। পছন্দের ভেটকি পাতুরি, বিরিয়ানি, পোলাও দিয়েই নাকি আইবুড়োভাত খাওয়ার ইচ্ছা অভিনেত্রীর। শুধু তাই নয়, নিজে বাঙালি পদ ভালোবাসেন বলে বিয়ের মেনুতেও নাকি বাঙালি সুস্বাদু সব পদ রাখবেন তিনি।





