জৈন্তাপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত -২ আহত ২০
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পর্যটক ও এক আনসার সদস্য সহ দুইজন নিহত হয়েছে। এতে আহত অন্তত ২০ জন।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া এলাকায় তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে করিচের ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলংগামী পর্যটকবাহী ‘এশিয়া ট্রান্সপোর্ট’ (ঢাকা মেট্রো-ব-১৪-২৮৪৭) বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ডিআই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা এক পুরুষ যাত্রী মারা যান।
নিহতের পরিচয় মোহাম্মদ জিহাদ (২০)। পিতা – নুরুল হক নুরা,গ্রাম – হাজিগঞ্জ, ফতুল্লা নারায়ণগঞ্জ। এ সময় বাসে থাকা আরো ১৪/১৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে অনেকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
দিনের অপর আরেক সড়ক দুর্ঘটনায় উপজেলায় হরিপুর ৭ নং কূপ এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আনসার সদস্য মোস্তফা (আইডি নং: ৮১২০৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শেরপুর জেলার নকলা থানার গণপতি পোস্ট অফিস এলাকার বারৈকান্দি গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি হরিপুর গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন।
পুলিশ জানায় ১৬ই ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ১২:২০ ঘটিকায় ঢাকা মিরপুর-৭ থেকে ছেড়ে আসা পর্যটক ভ্রমণবাহী একটি সাদা হাইস মাইক্রোবাস জাফলং অভিমুখে যাওয়ার পথে ৭ নম্বর কূপ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে থাকা একটি দোকানের বারান্দায় উঠে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আনসার সদস্য মোস্তফাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সিএনজির চালকসহ যাত্রী মিলিয়ে ৪ জন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে পৃথক দুইটি দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, পৃথক দুইটি সড়ক দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, তামাবিল হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।




