সিলেটে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা সংসদের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মুসল্লি এ জানাজায় অংশ নেয়।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর সিলেট কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীরা। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল কামাল।
জুলাই যোদ্ধা সংসদের সভাপতি লিটন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দ দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
এসময় জেলা প্রশাসক বলেন, হাদিকে হত্যার মাধ্যমে যারা মনে করছে বিপ্লব থেমে যাবে, তারা ভুল করছে। বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করবে।





