দক্ষিনসুরমায় ৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই থেকে টিপু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাউয়াই বঙ্গবীর রোডের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ৪৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
টিপু মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানার রায়পুর গয়ঘর গ্রামের ফারুক মিয়া ও রাবিয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর লাউয়াই ভেলু মিয়ার গ্যারেজের রিক্সা চালক।
তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং ১৫/১৯/১২/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।





